ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

সাত মসজিদ রোডে ডিএনসিসি’র অবৈধ স্থাপনা উচ্ছেদ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩০, ২৭ মার্চ ২০১৮ | আপডেট: ২২:৩১, ২৭ মার্চ ২০১৮

রাজধানীর সাত মসজিদ রোডে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ঢাউসিক)।আজ মঙ্গলবার এ উচ্ছেদ অভিযান চালানো হয়

ঢাউসিকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাজিদ আনোয়ারের নেতৃত্বে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সাত মসজিদ রোডে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজের সন্নিকটে ফুটপাথের উপর নির্মিত ২টি দোকান ও যাত্রী ছাউনি উচ্ছেদ করে প্রায় ৫ হাজার বর্গফুট এলাকা জনগনের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এখানে প্রায় ৮ ফুট ফুটপাত এবং ৩ থেকে ৪ ফুট রাস্তা অবৈধভাবে দখল করে যাত্রী ছাউনিসহ দোকান দুইটি নির্মাণ করা হয়েছিল।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তারেকউজ্জামান রাজীব উপস্থিত ছিলেন।

ঢাউসিক জানায় এর আওতাধীন এলাকায় এমন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

//এস এইচ এস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি